হোমকবিতা বাপিমণ্ডল'র রেলগাড়ি by zugersahitto - যুগের সাহিত্য •জানুয়ারী ১০, ২০২০ 0 রেলগাড়ি - বাপি মন্ডল রেলগাড়ি ছুটে চলে ঝিকিঝিকি ঝিকঝিক পুবে কিবা পশ্চিমে ছুটে যায় সবদিক । ফেরিকরে ফেরিভাই নানাবিধ ফলমূল কেউ বেচে চুড়ি-ফিতে রকমারি রিং-দুল। যাত্রীরা আসে যায় ওঠানামা হরদম, কুলিদের কলতানে প্লাটফর্ম গমগম । দূর আজ দূরে নেই সবই তার মহিমায় ওরে ভাই কে কে যাবি চলে আয় চলে আয় । Tags: কবিতা ছড়া Facebook Twitter