রসের হাঁড়ি
স্বপন শর্মা
.
বাঁধবে যে কে! রসের হাঁড়ি খেঁজুর গাছের গলায়
দুপুর থেকে ভাবছে সেটা বসে গাছের তলায়।
হাঁড়ি দেখে পাতি কাকটা উড়ছে আশেপাশে
ফিঙ্গে পাখি দূরে থেকে, মুচকি-মুচকি হাসে।
রসের লোভে রসিক যারা চেয়ে শুধু আছে
কেউ বাঁধে না রসের হাঁড়ি উঠে খেঁজুর গাছে।
শিয়াল মামা গর্ত থেকে দিচ্ছে শুধুই উঁকি-
ভাবছে বসে, রাতের বেলা নেবে না হয় ঝুঁকি!
কিন্তু এখন খেঁজুর গাছে বাঁধবে কে বা হাঁড়ি?
এ-ওর দিকে চেয়ে থাকে কেউ বলে না, পারি
খুকি বলে- 'মেয়ে মানুষ, যায় কি গাছে ওঠা'!
খোকা বলে-'আমি ছোট গাছটা ভীষণ মোটা।
রসের হাঁড়ি থাকল পড়ি বাঁধল না কেউ গাছে
সবাই দেখি আশেপাশে রসের লোভে আছে।
স্বপন শর্মা
.
বাঁধবে যে কে! রসের হাঁড়ি খেঁজুর গাছের গলায়
দুপুর থেকে ভাবছে সেটা বসে গাছের তলায়।
হাঁড়ি দেখে পাতি কাকটা উড়ছে আশেপাশে
ফিঙ্গে পাখি দূরে থেকে, মুচকি-মুচকি হাসে।
রসের লোভে রসিক যারা চেয়ে শুধু আছে
কেউ বাঁধে না রসের হাঁড়ি উঠে খেঁজুর গাছে।
শিয়াল মামা গর্ত থেকে দিচ্ছে শুধুই উঁকি-
ভাবছে বসে, রাতের বেলা নেবে না হয় ঝুঁকি!
কিন্তু এখন খেঁজুর গাছে বাঁধবে কে বা হাঁড়ি?
এ-ওর দিকে চেয়ে থাকে কেউ বলে না, পারি
খুকি বলে- 'মেয়ে মানুষ, যায় কি গাছে ওঠা'!
খোকা বলে-'আমি ছোট গাছটা ভীষণ মোটা।
রসের হাঁড়ি থাকল পড়ি বাঁধল না কেউ গাছে
সবাই দেখি আশেপাশে রসের লোভে আছে।