জিল্লুর রহমান পাটোয়ারী'র বনভোজন

বনভোজন

জিল্লুর রহমান পাটোয়ারী


পৌষ এলো আয়ান তুবার,
মনে বড্ড হাসি  -
মামার বাড়ি যাবে ওরা,
আনন্দে তাই খুশি।

মামা, মামি, খালা, খালু,
থাকবে ওরাও সবে -
বনভোজনে কত্ত আনন্দ,
অনেক মজা হবে।

সাজগোজে ব্যস্ত ওরা,
যাবে মামার বাড়ি -
কি আনন্দ কি আনন্দ,
মজা হবে ভারি।

বনভোজনে মনের আনন্দে,
কাটিয়ে দেবে বেলা -
পৌষ দিনের বনভোজনে,
করবে ওরা খেলা।
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা