স্বপনশর্মা'র প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

স্বপন শর্মা


আবার যদি নতুন করে আসতে দেশে ফিরে
না ফেরার ওই দেশে থেকে এই বাংলার নীড়ে
৭২ এর ১০ই জানুয়ারি যেমন করে এলে-
আবার যদি আসতে তুমি সকল বাঁধা ফেলে।

সবার থেকে খুশি হতো দেশের খোকা খুকি
কেমন করে স্বাধীন হলো ছিলো কত ঝুঁকি
এসব তখন তোমার কাছে জেনে নিত তারা
নতুন করে তোমায় পেয়ে হতো আত্মহারা।

স্বর্গ যেন আসতো নেমে এই বাংলার ঘরে
সত্যি পেলে খুব খুশিতে উঠত হৃদয় ভরে
গল্প কথা ছন্দ ছড়ায় তোমায় খুঁজে পাই
তেমন করে বাস্তবে যে তোমায় পেতে চাই।

ইতিহাসের পাতাজুড়ে তোমার আঁকা ছবি
এই নতুনের চোখে তুমি অনেক বড় কবি
তোমার মত ভালোবেসে কেউ যদি আসত
খুব খুশিতে দেশটা পুরো নতুন করে ভাসত।
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা