পাখির চোখে রাত নামে ধীর পায়ে
নীড়ে ফেরে ক্লান্ত রবি
গৃহত্যাগী খুঁজে নেয় আস্তানা
রাতপরী নেমে আসে খদ্দের ধরতে।
কি বিচিত্র জীবন মানুষের!
অন্নজলের জন্য কষ্টস্নাত
বস্ত্রের জন্য বস্ত্র ত্যাগ
সুখের জন্য দুঃখাহত।
আফতাবের আগমনবার্তায় চেয়ে দেখি
রঙিন চশমা চোখে
লোকালয়ে মহামানবের ভীর।
কানে ভেসে আসে শান্তির মহাধ্বনি
"ঈশ্বর আপনার মঙ্গল করুন।"