হোমকবিতা স্বপন শর্মার ছড়া "বই পড়ো" byজরীফ উদ্দীন •ফেব্রুয়ারী ০৯, ২০২০ 1 থাকবেনা মনে ভয়ছুটে চলা নদী নয়সাগরের মতো যদিহতে চাও বড়ো-ভাবনাটা রেখে দিয়েবই পড়ো বই পড়ো। মুনি ঋষি ছিল যারাতাদের জীবন ধারাতুমি যদি পেতে চাওনিজে আগে গড়ো-মনোযোগী হয়ে তবেবই পড়ো বই পড়ো। জ্ঞানীগুণী মহাজনহতে হলে করো পণবেঁচে রবে যতো দিনবই হাতে ধরো-ঝেড়ে ফেলে সংশয়বই পড়ো বই পড়ো। Tags: কবিতা ছড়া Facebook Twitter
চমৎকার
উত্তরমুছুন