স্বপন শর্মার ছড়া "বই পড়ো"


থাকবেনা মনে ভয়
ছুটে চলা নদী নয়
সাগরের মতো যদি
হতে চাও বড়ো-
ভাবনাটা রেখে দিয়ে
বই পড়ো বই পড়ো।


মুনি ঋষি ছিল যারা
তাদের জীবন ধারা
তুমি যদি পেতে চাও
নিজে আগে গড়ো-
মনোযোগী হয়ে তবে
বই পড়ো বই পড়ো।

জ্ঞানীগুণী মহাজন
হতে হলে করো পণ
বেঁচে রবে যতো দিন
বই হাতে ধরো-
ঝেড়ে ফেলে সংশয়
বই পড়ো বই পড়ো।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা