মোজাম্মেল সুমনের কবিতা "স্বকীয়তা"



জীবন পদ্যের মতো নয়
বরং গদ্যের মতো চলে ।
তাই ভয় কিংবা অনিশ্চিত শব্দটা
সয়ে যায় ।
সেজন্য নিয়তি পায়ের শিকল হয়ে
আমাদেরকে জানান দেয়
নিরূপায় অক্ষমতার
যাতে সক্ষমতার ভিত্তি
দুমড়েমুচড়ে পড়ে গিয়েও বাঁচতে পারি
কেবলমাত্র স্বকীয়তা নিয়েও ।
মনে আছে
অক্লান্ত উদ্দাম, সময়ের কাছে
হার না মানা মনোবল । ইচ্ছাশক্তির চেয়ে
অনুপ্রেরণা আর নেই । তাই আত্মস্তুতি গেয়ে
ফেলে আসা পুরনো অতীতের
ভাবনাগুলোকে পতিতের
দিকে ধাবিত করাই
হোক মানুষের বেঁচে থাকার লড়াই ।
অতএব আমিও
বাঁচতে চাই আজ থেকে । থামিও
শব্দটাকে পিছনে ফেলে
অধ্যবসায়ে ক্রমাগত এগোতে চাই দুচোখ মেলে ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা