আগস্ট এলে
ইলিয়াছ হোসেন
আগস্ট এলে পিতার শোকে
ঝরে চোখের পানি,
ঘাতকদের সেই নির্মমতা
কেমন করে মানি।
পিতার মরণ ঘাতকদের তো
কাঁপেনি যে বুক,
পিতার শোকে আমরা পাথর
তারা পেয়েছে সুখ।
পিতার দেহের তাজা রক্তে
সিঁড়ি ভিজে গেছে,
রক্তের ধারা দেখে তারা
উল্লাস করছে নেচে।
স্বপ্নে ভরা পিতার হৃদয়
ঘাতক করছে শেষ,
পিতার গড়ার ইচ্ছে ছিলো
সোনার বাংলাদেশ।
শোকের মাস
কাজী আলম
শোকের মাসে কান্না আসে
কালো ব্যাজ পড়ে,
পনের আগস্ট রক্তের দাগ
বাঙ্গালীদের ঘরে।
তোমার ভাষণ শোকের মাসে
সবার হৃদয় দুলে
মুজিব তোমার বজ্র ভাষণ
কেউ যাবে না ভুলে।
বেদনা আর শোক নিয়ে যে
বছর ঘুরে আসে
সব বাঙালির হৃদয় তখন
শোকের জলে ভাসে।
ফিরে আসো যদি
শেখ সোহেল রেজা
কোটি প্রাণে আছো তুমি
থাকবে হৃদয় মাঝে,
তোমার ভাষণ এখনো সবার
বুকের মাঝে বাজে।
বাংলাদেশের আকাশ বাতাস
বয়ে যাওয়া নদী,
ডাকিতেছে তোমায় মুজিব
ফিরে আসো যদি।
যতদিন রবে, পাখির কন্ঠে
মধু মাখা ওই গান,
ততদিন তোমায় ভুলবো না
শেখ মুজিবুর রহমান।
আবার তুমি ফিরে এসো
প্রতিটি মানুষের ঘরে,
তোমার জন্য কোটি বাঙালি
এখনো চোখে জল ঝরে।
মুজিব নামের একটি খোকা
সোমা মুৎসুদ্দী
মুজিব নামের একটি খোকা
বাঙালি জাতির পিতা
কৃষক শ্রমিক জেলে তাঁতির
ছিলেন তিনি মিতা।
ভাষণ দিলেন বীর বাঙালি
যুদ্ধে ঝাঁপিয়ে পড়
যার যা আছে তাই দিয়ে আজ
দেশকে স্বাধীন কর।
তাহার ভাষণ তাহার মায়া
বাঙালি আজও চায়
তাইতো আজও প্রিয় ধ্বনি
জয় বাংলা গায়।
শেখ মুজিব
মোঃ দিদারুল ইসলাম
শেখ মুজিব, শেখ মুজিব
তুমি অমর, চিরঞ্জীব,
তোমার ছিল দুখী-গরীব
ভালোবাসার পরম জীব।
তোমার ডাকে একাত্তরে
বাঙালিরা অস্ত্র ধরে,
মরণ পণ যুদ্ধে লড়ে
জন্মভূমি স্বাধীন করে।
বঙ্গবন্ধু
নবী হোসেন নবীন
কে বলে নিষ্প্রাণ ছবি
তুমি মহাকবি।
কর্ম তোমার কালজয়ী কবিতা
বাংলা মহাকাব্যের তুমি রচয়িতা।
অমর কবিতা হয়েছে লিখা বারবার
তর্জনী হেলনে তোমার।
একদিন মরে যায় কবি
রয়ে যায় কবিতা
যুগ হতে যুগান্তরে অন্তরে অন্তরে।
বর্ণমালার সোনালি হরফ চুমি
বেঁচে আছ বেঁচে রবে বঙ্গবন্ধু তুমি।
কবি আর কবিতা হয়ে একাকার
অমরতা পায় কবি হৃদয়ে সবার।
বঙ্গবন্ধু
নবী হোসেন নবীন
শোক দিবসের স্মৃতি
মাহবুব-এ-খোদা
আগস্ট এলেই ভেসে ওঠে
বঙ্গবন্ধুর মুখ,
পাক তাড়িয়ে আনলো টেনে
স্বাধীন বাংলার সুখ।
সহ্য হয় নাই কুচক্রীদের
তাই কেড়ে নেয় প্রাণ,
বাতাস যেন আজও ছাড়ায়
তাজা রক্তের ঘ্রাণ।
বুকের ভেতর কাঁপিয়ে তুলে
শোক দিবসের স্মৃতি,
লুটিয়ে পড়া বঙ্গবন্ধুর
রক্তিম প্রতিকৃতি।
আগস্ট এলে
রিয়াজ মাহমুদ রাতুল
পনেরো আগস্ট শোকাবহ
মনে বাজে বীণ!
না, না কভু শোধ হবেনা
মুজিব হত্যার ঋণ।
বছর ঘুরে আসে যখন
আগস্টের এই দিন,
অশ্রুঝরে দুচোখ জুড়ে
বুক করে চিনচিন!
আগস্ট এলে স্মৃতিরা সব
শোকের মাতম তোলে।
ডুকরে কাঁদে ছোট্ট শিশু
বাংলা মায়ের কোলে।
আগস্ট এলেই রক্তঝরে
বাঙ্গালীদের মনে!
দোয়েল,কোয়েল,ময়না,টিয়ে
আর ডাকেনা বনে।
শোকাবহ এই আগস্ট
গোলাপ মাহমুদ সৌরভ
স্বাধীনতার ডাক দিয়েছেন
টুঙ্গিপাড়ার ছেলে,
মুক্তিকামী সেই আমজনতা
এলো দলে দলে।
ঝাঁকড়া চুলের সাহসী নেতা
বঙ্গবন্ধু- নাম,
স্বাধীনতার ডাক দিয়েছেন
আছে তার সুনাম।
রেসকোর্সে দেয়, বঙ্গবন্ধুর
জ্বালাময়ী ভাষন,
লক্ষ লোকের হৃদয় মাঝে
পেতেছিলে আসন।
শোকাবহ এই আগস্ট মাসে
বাজে বেদনার সুর,
আকাশ বাতাস চলছে ভেসে
আর্তনাদ বহুদূর।
এসেছিলে বঙ্গবন্ধু-
লাল সবুজ দেশে,
স্বদেশে যে ফিরে এলে
মহা বীর বেশে।
বঙ্গ বন্ধু
নাদিরা বেগম
টুঙ্গি পাড়ায় জন্ম নিলো
শেখ মুজিবর রহমান
ধ্যানে জ্ঞানে জাগরণে
বাংলাদেশকে খুঁজে পান।
বঙ্গ বন্ধু ,জাতীর পিতা
জাতীর অনেক ঋণ
তার ইশারায় জন্মভুমি
বাংলা হয় স্বাধীন।
আকাশ কান্দে বাতাস কান্দে
কান্দে সকল দেশবাসী
চোখের জলের স্রোতে ভাসে
বাংলা মায়ের সুখ হাসি।