স্বপন শর্মার কবিতা আমিও বেঁচে থাকি


ষোড়শীরা যখন ধনেপাতার গন্ধ বিলায়
কিংবা কচলানো লেবু পাতার ঘ্রাণ
কারো কারো ঘ্রাণেন্দ্রিয় তখন আহত হয়
আমি ঢেকে রাখি পারফিউমে... 

এভাবে দিনের আঁচল জড়িয়ে শীত কাটাই
যেভাবে ভোমরগুলো ফুলের ঘ্রাণে মোহিত হয়
পাকা ফলের প্রশ্বাস টেনে ষোড়শীরা বাঁচে।

আমিও বেঁচে থাকি কারো উপভোগ্য তৃষ্ণার হয়ে
নিঃসঙ্গ আর্তনাদে-
মনের গহীনে আঁকা ফুলে সাজানো কাননে।
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা