বাপিমণ্ডল'র বিবেকবোধ


বিবেকবোধ
বাপি মণ্ডল

পৃথিবীর বুকে নারীর সম্মান অস্তমিত প্রায় আজ,
নগ্নতার বেশে কলুষিত করে নিজেরাই স্বীয় লাজ ।
লজ্জা নিবারণে নারীর ভূষণ দীপ্ত মহিমায় জ্বলে,
আধুনা জীবনে এসব বাহানা নিমজ্জিত হয় জলে ।
নগ্ন পোশাকের আধুনিক সজ্জা অঙ্গেতে পরেছে তারা,
ভাবেনি কখনো নিজ শালীনতা বিকিয়ে দিতেছে কারা ?
শিক্ষার আলোয় শিক্ষিত হয়েছে শিক্ষা পায়নিকো নারী,
চারিদিকে আজ শ্লীলতাহানির অকাট্য প্রমাণ তারই । 
নিজের সম্মান রাখিতে জানে না বলিতে গেলেও দোষ,
সবকিছু গেলে কেঁদেকেটে বলে দোষী ঐ নন্দঘোষ !

মোহের আবেশে নরপশু হয়ে অসহায় ললনার,
অবলীলাক্রমে পশুর মতোই সম্ভ্রম লুটেছ যার !
মনের হরষে লম্পটের মতো খুলেছ পাপের খাতা,
ভেবেছ কখনো সেও হবে কারো দুহিতা অথবা মাতা ?
তোমার দুহিতা একই ভাবে যদি কারো কামনার ফাঁদে,
অসহায় ভাবে সম্ভ্রম হারায় হয়তো কদিন বাদে ।
কীভাবে ফেরাবে দুহিতার 'মান নিজেও দোষের দোষী ?
তোমার কারণে কলঙ্কিত ছিল দোষীর নিষ্পাপ শশী।
প্রতিটি ক্রিয়ার বিপ্রতীপ ক্রিয়া বুঝিতে পারিবে ভাই,
জগত সংসারে বিধির-বিধান কাহারো  নিস্তার নাই।

'জাগিবে যেদিন মনুষ্য হৃদয়ে আদর্শ বিবেকবোধ
সেদিনই সম্ভব সমাজজীবনে শ্লীলতাহানির রোধ ।
জীবনসংসারে আর কতদিন নরপশু হয়ে রবে ?
পশুত্ব-বিবেক জলাঞ্জলি দিয়ে মনুষ্যত্ব আনো সবে।'

  1. তারিখ-  16/ 7/ 2019
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা