চামচ

 চামচ

স্বপন শর্মা
.
নিঃস্বার্থ সে নির্লোভীও
পরের উপকারে
এই সময়ে এমন কিছু
কে বা হতে পারে?

নিজ মুখে সে অন্যের মুখে
খাবার তুলে দেবে,
এমন কেহ আছেন ভবে
আশ্চার্য্য হই ভেবে!

ভাবছ তুমি কে হবে সে?
দেই পরিচয় তার
লম্বা হাতল আধার বিশেষ
অর্ধডিম্বাকার।

না পেয়ে নাম মনের ভেতর
করতেছে খচ-মচ,
বলছি তবে আসল নামটি
সে হলো চামচ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা