মান্নান নূরে'র ছড়া কবিতা

 



০১/

তাই সব ভালো লাগে
মান্নান নূর

তাই সব ভালো লাগে ভালো লাগে চাঁদ তারা নদী
জবা জুঁই ভালো লাগে ভালো লাগে বন নিরবধি।
পুকুরের ঢেউগুলো-ভালো লাগে শতবর্ষী বট
সুউচ্চ মিনারগুলো-ভালো লাগে ঐ দূর মঠ।

ভালো লাগে দূরবনে উড়ে যাওয়া ঐ বুনোহাঁস
ভালো লাগে আলপথ ভালো লাগে ঐ মেঠো ঘাস।
ফেরাতে চেয়েছি মুখ কতবার চেনা মাঠ থেকে
পারিনি কখনো যেতে এক বুক ভালোবাসা রেখে।

০২/

আমিও জোছনা হবো
মান্নান নূর

আমিও জোছনা হবো
তুমি যদি হও বালিহঁাস।
আঁকা বঁাকা নদী হবো
তুমি যদি হও সাদা কাশ।

সাগর নীলিমা হবো
তুমি যদি মেলে দাও ডানা।
সে ডানায় ভর করে
উড়ে যেতে নেই কোনো মানা।

পড়ন্ত বিকেল হবো
তুমি যদি হও বট ছায়া।
সন্ধার তারা হবো
তুমি যদি হও আলো মায়া।

মান্নান নূর
গ্রাম:সৈয়দপুর ,পো:গাংগাটিয়া,
উপজেলা:হোসেনপুর,জেলা:কিশোরগঞ্জ
মোবাইল:০১৬২৭৯৪৫২৭২ 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা