আকিব শিকদারের তিনটি কবিতা

 




০১.

নির্বাচনি ফলাফল


দাদা বাঘ মার্কায় দাঁড়িয় ছিলন।

গ্রামর নির্বাচন, মম্বারী পদ। পাশ তিনি

করত পারননি; তবু নাম রট গলা বাঘ।

প্রতাপ বুঝাত নিজর জমিত করছিলন

একটি বাজার স্থাপন, বাজার আজও

বাঘর বাজার নাম খ্যাত। 


খাদ্যর চাহিদা মিট গল মানুষ

সুনামর কাঙাল হয়। নাম-সুনাম

জুট গল চায় ক্ষমতা।

আমার বন্ধুর মামা, জীবিকার

অভাব ছিল না, তাই চয়ছিলন সুনাম।

পরিচিতি অর্জনর সহজ উপায়

নির্বাচন দাঁড়ানা।

পরাজয় নিশ্চিত, জনগন চায় না জনও

টাকার জার নাম লিখালন

চয়ারম্যান পদপ্রার্থীর তালিকায়। লটারীক্রম

মার্কা জুটলা গাভী, মান গাই।


যখন ফল মারলন, গ্রামসুদ্ধলাক বলত লাগলা

‘গাই ফুতছ...’।  নির্বাচন পরাজিত হওয়া তা

শুয় পরারই সমতুল্য।

সই থক তাক দখলই

লাক বলাবলি কর ‘গাই আইতাছ, গাই।’

সুনাম ছড়াত গিয় লাকটার রট গল কতা বদনাম...!


০২.

ভাড়াট খুনির জবানবদি


এক হাত পিস্তল, অন্য হাত রামদা

জীবÍ মানুষ কুপিয় করছি ছাতু

কচু কাপানার কায়দায়। বাহুত তখন ছিল বল।

এখন দীর্ঘশ্বাস ভাবি এ জগৎ এমন কন...!

প্রয়াজন ফুরিয় গল 

ফল দয় থুথু মর, যন চুইংগামর কষ।


কিছু সুখস্মতি ভুলত চাইলও মাছর কাঁটার আদল

বিঁধ থক গলায় অকারণ মন পড়।

মন পড় মিছিল ককটল, আদালত

মিথ্যা জবানবদি, সাত খুন মাফ। ম্ত্রী আমায় পরালন

নিজহাত ফুলর মালা।

ভাড়াট খুনি থক প্রমাশন পয় 

নামিডাকি নতা, একই বল বীরভাগ্যা বসুন্ধরা।


তারপর এই অধঃপতন। পড় আছি অসহায়

পাহাড়ি গাহায় আহত সিংহ, বুকভরা

ক্ষত আর ক্রাধ। ক্ষমতা ফুরিয় গল এমনই কি হয়...!

জগৎ বড়ই রহস্যময়...! হাতি কাদায় দব গল

চামচিকারাও মার লাথি। মুমূর্ষু বাঘর লজ টন

ভংচি কাট রাঙামুখা বানর।

বীরত্ব পড় ভাটা, তল ফুরাল যমন

নিভ যায় বাতি। বাঘর বজ্রকণ্ঠ কালাÍ বিড়ালর মিউ...

এ জগৎ এমন কন...!


০৩.

দান প্রত্যাহরণ


এই য শুনুন। এক ভিখারি হাত বাড়াতই

দিলাম পাঁচটি টাকা। সবুর তা নই

তার মুখ...!  স চাইলা যন আরও দই

দশ কিংবা পনরা। অমনি কড় নিয়

পাচঁ টাকার নাট রখ দিলাম নিজ-পকটই।

এবং গলাধাক্কা যা ব্যাটা, যা... মন ভর না

সহজ কনা তার...!আমার বিশ্বাস রগ গিয়

আপনিও তাই করতন। অকতজ্ঞক কউ দান কর না।


আসল কথায় আসি। বিধাতা যখন

আমাদর দয় কিছু, যমন সুখ-শান্তিপ্রতিপত্তি

অতপ্ত আর আরও চাই, আরও খুঁজি। হয়তা তখন

ঘট বিপত্তি। শুনছি সমস্ত প্রাণিকূল

পশু-পাখি-মাছ-গাছ শুকরিয়ায় মশগুল

সামান্য পয়ই; তাই আরও পায়। মানুষরই শুধু

অভাব অভাব স্বভাব। শুকরিয়া নই বল

বিধাতা নারাজ হয় অর্পিত দান পূনরায় নন তুল।







আকিব শিকদার

শিকদার নিবাস

৮৪২/২ ফিসারি লিংক রাড

হারুয়া, কিশারগঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা