কাজী নাজরিন-এর ছড়া


টুঙ্গিপাড়ার রত্ন মানিক






টুঙ্গিপাড়ার রত্ন মানিক 

কাজী নাজরিন 


টুঙ্গিপাড়ার রত্ন মানিক 
 পিতা শেখ মুজিব
যিনি ছিলেন দেশের জন্য 
সদা চিরঞ্জীব। 

দেশের জন্য জেল খেটেছেন 
যুদ্ধে লড়েছেন
আগস্ট মাসে ঘাতকের দল
তাঁর জীবন নিয়েছেন। 

ভয় ছিলো না বিন্দুমাত্র 
সাহস ছিলো অসীম 
বাংলার নায়ক গর্জে উঠে 
করেছেন বাংলা রক্তিম। 

লাল সবুজের পতাকা পেতে
বজ্রকন্ঠে ধ্বনি 
হালছেড়ে কভু পিছপা হননি 
বাঙালির নয়নমণি। 

ত্রিশ লক্ষ শহীদের খুনি
পাক হানাদার যারা
অবশেষে তাদের পতন হলো
ছাড়লো বাংলা তারা।

বাংলা ভাষা, বাংলাদেশ 
মুজিবের দেয়া উপহার
টুঙ্গিপাড়ার রত্ন মানিক 
বাংলার রূপকার।

দেশের জন্য জাতির জনক
জীবন বাজি রাখেন 
বাঙালির সাথে মিলেমিশে 
সবুজ স্বপ্ন আঁকেন।

বাংলার বুকে, বাঙালি সেজে
থাকে কিছু হায়নার দল
অমানুষ সে সব দা*নবেরাও 
মানুষের মতো দেখতে অবিকল। 

ফারুক, মোস্তাক,ডালিমের মতো 
কুখ্যাত কিছু দানব
কেড়ে নিয়েছে বাংলা হতে
বাঙালির শ্রেষ্ঠ মানব।

পঁচাত্তরের পনেরো আগস্ট 
বর্বর কান্ড চালায়
ডরে ভয়ে ছোট্ট রাসেল 
লুকায় খাটের তলায়।

ছাড়েনি তারা রাসেলের মতো 
ছোট্ট শিশুকেও
ঠাই হবে না তাদের কভু 
নিকৃষ্ট নরকেও।

বঙ্গবন্ধুর সহধর্মিণী 
ফজিলাতুন্নেছা মুজিব 
হায়নার আঁচড় মা'কে নিয়েছে 
যে ছিলেন সদা সজীব। 

মুজিব পুত্র শেখ কামাল আর
শেখ জামালও গেলো 
দানবের বুলেটে ঝাঁঝরা হয়ে
মুজিব পুত্রবধূরা বিদায় নিলো।

সুলতানা কামাল, রোজী কামাল 
মুজিব পুত্রবধূ
তাদের জীবন কেড়ে দানব
কেমন পেলি মধু?

ধানমন্ডির বত্রিশ নম্বর
নিথর করলো সেদিন
শেখ নাসের বাঁচতে পারেনি 
বাঁচতে পারেনি, কর্নেল জামিল।

ঘাতকদের বুলেটে 
আরও প্রাণ হারান
শেখ ফজলুল হক মণি,
শিশু বাবু, আরিফ খান।

শেখ ফজলুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী 
সেও পারেনি বাঁচতে
অনাগত সন্ত্বান সুযোগ পায়নি 
বাংলার বুকে হাসতে। 

জাতির পিতার ভগ্নিপতি 
আব্দুর রব সেরনিয়াবাত 
রিন্টুসহ আরও অনেককেই 
দানবদের বুলেট করেছে কুপোকাৎ।

দেশে না থাকায় প্রাণে বেঁচে যান
মুজিব কন্যা শেখ হাসিনা 
সাথে বেঁচে যান নয়নের মণি 
ছোট্ট কন্যা শেখ রেহানা।

পিতার হয়ে গর্জে ওঠেন
জাতির পিতার কন্যা 
কোটি বাঙালির ভালোবাসায় 
তিনি বাংলার অনন্যা। 

বাংলার কিছু মীর জাফরের 
দালালি করেছে যারা
বাংলার বুকে লুকিয়ে আছে 
সে সব বর্ণচোরা। 

বাংলাদেশের ইতিহাসে আজ
কুখ্যাত সে সব খুনী 
টুঙ্গিপাড়ার রত্ন মানিক 
বাংলাদেশের গুণী। 

দেহখানি তাঁর শেষ হলেও 
তিনি আজীবন অমর 
হত্যাকারী সেসব দানব 
বাংলার বুকে বর্বর। 

এতো এতো জন হত্যা করেও
ঠাই মেলেনি তাদের 
বাংলার বুকে শাস্তি হয়েছে 
বাঙালি ঘৃণা করে যাদের। 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি 
জাতির পিতা মুজিব 
টুঙ্গিপাড়ার রত্ন মানিক 
অমর,অবিনাশী, চিরঞ্জীব। 

[ শত লাইনের কবিতাখানা উৎসর্গ করলাম জাতির জনক বঙ্গবন্ধু'কে।]

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা