যুগের সাহিত্য কবিতা

 


দুর্বলের বিজয়

নবী হোসেন নবীন


নৈশব্দের কাছে হেরে যায় শব্দের ভাণ্ডার

শব্দের এত প্রাজ্ঞতা কোথায় নৈশব্দের ভাষা বোঝে।

শান্ত ভূমির কাছে হেরে যায় ঝড়ের গতি

ঝড়ের এত প্রচণ্ডতা কোথায় শান্ত ভূমির শানিনগরে

অশান্তির তাণ্ডব চালায়।

সবলের পরাজয় আপন অহমের কাছে

যেমন ছিল দুর্বল তেমনই আছে।

শব্দটি আমার জানা হল

আজিম উল্যাহ হানিফ


গতকাল রাত থেকেই টেবিলে বসে আছি

একটি কবিতা লেখার উদ্দেশ্যে

রাত শেষে দিন হয়ে দুপুর গড়িয়ে গেলো

কবিতার মাঠ তৈরি হয়নি এখনো-

এদিকে ‘সংকলন’ পক্ষ থেকে চাপ রয়েছে

দ্রুত লেখা জমা দিতে।

আমারও হাতে সময় নেই ইদানিংকালে

কবিতার বিষয়বস্তু নিয়েই বসি লিখতে

কিন্তু লিখতে বসলেই সব এলোমেলো হয়ে যায় সব

অথচ সেই সন্ধ্যা থেকেই লাইনের পর লাইন

মগজে গিজ গিজ করতে থাকে।

আল মাহমুদের ভাষায় কবিতাগুলো নাযিল হতে থাকে তখনি।

কিন্তু যখনি বসি লিখার জন্য তখন আর লিখা আসে না-

আসলে ভাবুক মনেই টেবিলে বসে থাকতে হয়

অন্তত কবিতার জগতে এই শব্দটি আমার জানা হল।

https://zugersahitto.blogspot.com/2023/08/blog-post_19.html

বাংলা শব্দের প্রেমে
এবি ছিদ্দিক


বিশ্ব জুড়ে কত জাতি, কত ভাষা! 

অঙ্কের হিসেবে সাড়ে তিন হাজারের কোঠায়

বাংলা ভাষার প্রেমে স্বদেশ ছেড়েছে কত শব্দ 

বাংলা আলাপে দিয়েছে উর্বরতা

বাঙালির আতিথেয়তায় মুগ্ধ হয়ে—

বিশ্ব বিহারী প্রেম বুকে জড়িয়ে - খাল

ছেড়ে এলো স্বদেশ পর্তুগাল

বঙ্গ নারীর প্রেমে চা এলো চীন থেকে

মিশে গেল রক্তের বন্ধনে

সমুদ্র পেরিয়ে রিক্সা রইল না জাপানে 

হ্যারিকেন সঙ্গী করে বিরহী বঁধুর পত্র লিখতে

সেই যে এল আর গেল না

ঘরোয়া পোশাকে স্থান নিলো চির চেনা লুঙ্গি

ছেড়ে বার্মার ফিরিঙ্গী


অব্যক্ত কথা 
গোলাপ মাহমুদ সৌরভ 


অব্যক্ত কথা গুলোই আজ নিথর কাব্য 

নিঃশব্দের মাঝে মলিন হয়ে যায় 

ইচ্ছে করে নান্দনিক ছন্দ সাজিয়ে ব্যক্ত করি

আবার বিরক্তির কাঠগড়ায় দাঁড়িয়ে চুপ হয়ে যাই

অসহায়ত্বের শেকড়ে নিজেই হাসির পাত্র সাজি

কখনো কষ্টের চাদরে মোড়ানো ভাঙা বৈঠার মাঝি। 

অর্থহীন ভাবনা গুলো তিক্ত অভিজ্ঞতার পূর্ণ ঝুলি

কালবেলা কোনো কবিতার লাইনে সাজিয়ে দেবো

অব্যক্ত কথা গুলো নিঃশব্দের মাঝে পূর্ণতা পাবে।


প্রত্যাশার ছলছাপ 
     রফিকুল ইসলাম


কিছু প্রত্যাশা ঘুমঘোর স্বপ্নের মতো 

সময়ের শাসনে পালাতক ফেরারী।

প্রত্যাশিত ছিল এমন অবান্তরও নয়...

তবুও,বুকে বিঁধে আছে খসখসে সংশয়। 

দুঃশাসনের বিরুদ্ধে খুঁজেছে আশ্রয়

ঠিকানাবিহীন উদাসী বেহুলার ভেলায়।

অপরাধবোধ নিঃশব্দে বিদগ্ধ করে যখন;

পৃথিবীর বুকে চলে দুর্বৃত্তের প্রজনন,

রাজ্যের ভাঁজে ভাঁজে একরাশ বিষাদ 

তখন;

বর্ণহীন অনুতাপ নিঃসঙ্গ চিলের ডানায়

ফিরে যায় সুনীল অসীম শূন্যতার ওপারে... 

যেন,ঝাঁঝালো দুপুরে পুড়ে পুড়ে অবশেষ;

একটা বিকেল  মিশে যায়  অন্ধকারে। 

শুধু সময় কালের বোবাস্বাক্ষী হয়ে দাঁড়ায় 

প্রতিশ্রুত নালিশের দরজায়, 

যেন, প্রাচীন প্রাণহীন মূর্তির মতো..

প্রৌঢ়তার দেবালয়ে মাথা ঠুকে ঠুকে 

কারও নীরব আর্তির প্রার্থনা কেঁদে যায়..।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা