❑
শিক্ষক
কাজী আলম ভূঁঞা
.
শিক্ষক মানে-ই শিক্ষাগুরু
জ্ঞানে ছড়ায় আলো
সবার উপর সম্মান যে তার
চায় যে সবার ভালো।
শিক্ষক হলো জাতির গর্ব
শিক্ষা দানে ব্যাস্ত
কিভাবে যে গড়বে মানুষ
সে কাজে হয় ন্যস্ত।
শিক্ষক মানেই জ্ঞানের স্লোগান
শিক্ষক মানেই প্রাণ
শিক্ষক মানেই নিঃস্বার্থ সেই
দুনিয়াতে যার প্রমাণ।
শিক্ষক মানে-ই বিদ্যা-সাগর
কলমে দেয় শান
তলোয়ার চেয়ে কলম বড়
এটাই তার প্রমাণ।
শিক্ষক মানে জাতি গড়ার
কাড়িগড়ের নাম
শিক্ষক মানে-ই আদর্শবান
শ্রদ্ধার-শিরোনাম।
❑
আয়'রে খোকা আয়'রে খুকি
মোঃ দেলোয়ার হোসেন
গগন মাঝে আলো জ্বলে
হলো এখন ভোর,
কাকন ভরা ফুলের সুবাস
খুকি খোল দোর।
সময় মতো উঠো খোকা
যাবে অনেক দূর,
সারাবিশ্বে কিরণ ছড়ায়
যেমন করে সূর।
আয়'রে খোকা আয়'রে খুকি
পড়তে হবে বই,
শিক্ষক মশাই ঘরে এলো
কই গেলি রে কই।
বই পড়িলে জ্ঞান বাড়িবে
হবে গুণী জন,
দেশ ও দশের সেবা দানে
রাখতে হবে মন।
পড়ার সময় পড়তে হবে
খেলার সময় রয়,
রুটিন মেনে চলতে হবে
আসবে তবে জয়।
❑
স্বপ্নের মতো দেশ
সোমা মুৎসুদ্দী
কোন সে দেশের বুকে বলো স্বপ্ন থাকে আঁকা
প্রজাপতি উড়ে যেথায় ছড়িয়ে রঙিন পাখা।
নদীর বুকে ঢেউয়ের খেলা উছলে পড়ে রোজ
পাহাড় যেথা ফুল পাখিদের নিত্য রাখে খোঁজ।
কোন দেশেতে সবুজ মাঠে ফসল হাসে সুখে
ফিরলো খোকা খেলা শেষে সাঁঝে মায়ের বুকে।
কোন দেশেতে পুকুর জলে হাঁসের ভেসে চলা
কলমিলতার ঘ্রাণের সাথে একটু কথা বলা।
কোন দেশেতে মাঝির গানে নৌকা চলে সারি
মন্ডা মিঠাই সাথে নিয়ে মামা আসে বাড়ি।
কোন দেশটা বীর শহীদের রক্ত দিয়ে মাখা
বাংলাদেশই সে দেশ শোন স্বপ্ন দিয়ে আঁকা।
কানামাছি
সোমা মুৎসুদ্দী
আয় খেলি কানামাছি
নদীর ঐ তীরে।
স্মৃতিগুলো নিয়ে আসি
খেলার ঐ ভীরে।
গাঁয়ের দিঘিতে আজ
শাপলারা দোলে
মনটা আকুল হয়ে
সেই ফুল তোলে।
কোথায় সে দিনগুলো
খুঁজে ফিরি হায়।
মনটা কিশোরী হয়ে
স্মৃতি ফিরে চায়।
নানান রঙের পরিসোমা মুৎসুদ্দী
ফুলপরি আর জলপরিটা
নামলো দীঘির জলে।
খিলখিলিয়ে হেসে হেসে
নানান কথা বলে।
তাইনা দেখে লালপরিটা
আসলো নীলের সাথে।
স্নানটা সেরে গল্প কথায়
ওরা সবাই মাতে।
মনপরিটা ওদের নিয়ে
লিখছে মজার ছড়া।
ভাবনাপরি ভাবছে শুধু
ছেড়েই এসব পড়া।
সাদাপরি আসলো আবার
আজকে সবার মাঝে।
কাব্য ছড়ায় গান কবিতায়
নানান রঙে সাজে।
❑
ক্রিকেটের হালচাল
সাইফুল ইসলাম
ক্রিকেট দিয়ে পরিচয় করল
আমাদের এই দেশ,
ধ্বংসের দিকে যাচ্ছে ক্রিকেট
পাচ্ছি যে আবেশ।
তামিম সাকিব রিয়াদ সবার
ক্রিকেটে আছে অবদান,
উচিত নয় যে তামিমকে তাই
বিসিবির করা অপমান।
ব্যাটের ঝড়ে তামিম করল
কত ম্যাচে শত রান,
বিশ্ব কাপের তামিম ছাড়া
করে তারা নতুন প্ল্যান।
ক্রিকেটারদের প্রতি আছে
বাঙালিদের আশা,
তামিম ছাড়া খেলতে যাওয়া
সবাই আজ নিরাশা।
❑
বাবা যখন শিক্ষক
মোঃ দিদারুল ইসলাম
আচ্ছা আব্বু, বলো দেখি
শিক্ষক কারে কয়?
শিক্ষক তিনি, যাহার কাছে
ছাত্র মানুষ হয়।
তাহলে ওই পাড়ার আবুল!
ডিগ্রী বড় তার,
নেশা করে বাড়ি ফেরে
রোজই মাথা ভার।
আমার একজন সহপাঠীর
বাবা অফিসার,
লোকের মুখে প্রায়ই শুনি
ঘুষের বাড়ি তার।
আরও আছে ভূরি ভূরি
অসৎ কুলাঙ্গার,
শিক্ষাদীক্ষায় লেবাসধারী
বড় চোর-বাটপার।
আচ্ছা আব্বু, তোমার ছাত্র
জীবনভর উল্লাস,
নিত্য অভাব তোমার পিছু
কেনো হা-হুতাশ?
বলো তো আব্বু, তোমার ছাত্র
বেশজন আজ মানুষ,
কর্মে তাদের বিবেক ধ্বংস
কেন্ হয় অমানুষ?
❑
শূন্য মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
শূন্য দিয়ে শুরু আমার
শূন্য দিয়ে শেষ,
শূন্য আমার সুখে দুঃখে
শূন্য যেন বেশ।
শূন্য আমার চলাফেরা
শূন্য সব কিছু,
শূন্য আমার সকল সাথী
শূন্য থাকে পিছু।
শূন্য নিয়ে ই স্বপ্ন দেখি
শূন্য নিয়ে সাধনা,
শূন্য দিয়ে শুরু করে ই
শূন্য হয় বাসনা।
শূন্য যেন জীবন সাথী
শূন্য সকল আশা,
শূন্য নিয়ে সারা জীবন
শূন্য বাঁধে বাসা।
❑
বউ শাশুড়ি
ইলিয়াছ হোসেন
ঘরের সকল কাজগুলো বউ
হাসি মুখে করে,
শাশুড়ি তার কোনো কাজে
ভুল না তো সে ধরে।
শাশুড়িকে খাওয়ায় বউয়ে
নিজের হাতে করে,
বউয়ের যত্ম ভালোবাসায়
মন টা যে তার ভরে।
বউ শাশুড়ির ভালোবাসা
মা মেয়ের মতো,
মিলেমিশে থাকে দুজন
সংসারে সুখ কত!
❑
ক্রিকেট নাটক
কাজী আলম
ক্রিকেট নাটক ক্রিকেট নাটক
দেখতে ইচ্ছে করছেনা আর,
তামিম ইকবাল বোমা ফাটালো
খলনায়কের ভূমিকা ছিল কার।
দেশ সেরা ওপেনার হয়েও
বিশ্বকাপে জায়গা নেই যে তার
ক্রিকেট দুর্নীতির নাটক খেলা
ভক্তরা মানতে পারছেনা আর।
আমরা মাঝে মাঝে দেখতে পাই
মাহমুদুল্লাহর ও দলে জায়গা নাই।
রিয়াদকে নিয়েও ধারাবাহিক নাটক
তার ও ভক্ত দেখি কোটি গায়ক।
দেশ সেরা অধিনায়ক হয়েও
মাশরাফি কম ভুক্তভোগী নয়,
দেশের মানুষের চাওয়া এখন
মাশরাফি যেন সভাপতি হয়।
ক্রিকেটে ইনজুরির ষড়যন্ত্রে
আনফিট করে সাপের মন্ত্রে।
অনেকেই মূল্যায়ন না পেয়ে
কষ্টের কথা বলে অবসরে গিয়ে।
সাকিব নিয়ে ও যে হবে নাটক
গবেষণা করেছেন অনেক ঘটক
বিশ্বকাপ খেলা দেখেনা অনেকেই
কারণ তামিম ইকবাল দলে নেই।
❑
করের বোঝা
জাহাঙ্গীর চৌধুরী
সারি সারি জনতার আজ
মাথায় করের বোঝা।
মুখে থাকে মৌনতার চাপ
ঘাড় নয় তাদের সোজা।
আয় নেই ব্যয়ের পথ খোলা
পেটে খুধার জ্বালা।
ভরা পেটের মানব হাঁটে
গলায় দিয়ে মালা।।
ঈদগাহ, চট্টগ্রাম।