স্বপন শর্মা'র কবিতাগুচ্ছ



স্বপন শর্মা'র কবিতাগুচ্ছ

০১.

পাখির ধ্বংসাবশেষ

.
সবকিছু ঠিকঠাক চলছিল
হাঁটাচলা, ওঠাবসা, ঘুম, বিশ্রাম
খাওয়াদাওয়া

তারপর হঠাৎ পাখিটি আটকে গেল
ছোট এক মাকড়সার জালে
অন্যদিকে, কারো পৌষমাস

সময় গড়িয়ে যায়
মাস থেকে বছর, বছর থেকে যুগ

পেন্ডুলামের মতো ঝুলে থাকে পাখি
সময়ের ব্যবধানে খসে পড়ে প্রাণ, পালক
অস্থিমজ্জা

ঘরের কোণা হতে ছড়িয়ে পড়ে পচা দুর্গন্ধ...
পাখির ধ্বংস দৃশ্যপট কালের ইতিহাসে
বিবর্তনের জ্বলন্ত উদাহরণ।

০২.

রুচি বিষয়ক নয়

.
মানুষের মতো, মানুষ!
কেউ কেউ বলে হোমোসেপিয়ান-
আমি অন্ধের মতো খুঁজি একটি সুন্দর হৃদয়
কিছু গোলাপ
বেলি ফুলের গন্ধ।
বার বার নিজেকে হারাই সেইখানে।

কারা যেন হাতছানিতে ডাকে
আমি ছুটে যাই চোখের নিনাদ ঘুচে যায়
কারো হাত ধরে দেখি টেনে নিয়ে যাচ্ছে আমায়।

তবুও গর্জে ওঠি অপ্রচলন বাক্যে
কেউ যেন ছুটে এসে বলে- "মায়া, আবার কী!"
তারা মানুষ বলতে বোঝে
হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী।

০৩.

জোনাক পাখির ডানা

.
জোনাকপাখি উড়ছে
একটা বাঁশ ঝাড় সেই বাঁশ ঝাড়ের শেষে
জোনাকপাখি উড়ছে- পাখির ডানায় আগুন

রাতের আয়তন নির্ণয়ে ঘণফলের সূত্র ভুলে
সারা জীবৎকাল আধারে পথখুঁজে
এখানে এসে থেমেছি

তারপর একটু আলো এসেছিল
জমাট বাঁধা রাতের ভিতরে হাওয়া ঢুকে পড়তেই
তাকিয়ে দেখি রাতের শেষপ্রান্ত দিয়ে
জোনাক পাখি উড়ে চলছে

ঠিক ওইভাবে তুমি একদিন চলে গিয়েছ
অনন্ত আধারে রেখে...

ঘুমে ঢুলে পড়া ক্রীতদাসের মতন জেগে উঠি
তড়িৎস্পর্শে খুলে যায় দু'চোখের পাতা
চেয়ে দেখি বাঁশঝাড়ের শেষে
জোনাক পাখি হয়ে আগুন ডানায় উড়ছ।

০৪.

স্বপ্ন দেখি

.
নিত্যদিনের দাবানল...
হেড-স্যারের রাগের মতো চড় চড় করে বাড়ছে
টগবগে হচ্ছে পাঁদাড়ের রক্তপলাশ

গনগনে রোদ দগদগে রক্তপলাশ
ঝুলে থাকা শিমুল ফুলের মত পেন্ডুলাম
আমাদের সহনীয় অনুভূতি-

রোদেগলা পিচ, ইঁটভাটার ধোঁয়া
ডোবায় গজানো ভাসমান কচুরিপানার মত
ফুটিফাটা রোদে পানকৌড়ির নিরপেক্ষতা...

তবুও ঝরঝরে টাটকা শীতল বাণীমৃত আশ্বাস
বেড়িয়ে আসে শব্দের কোল্ডস্টোরেজ হতে
বিশ্বাস করি, স্বপ্নদেখি
অনাহুত সুখের।

0৫.

বর্ষার জল

.
আষাঢ় এলে ভাবি বৃষ্টির জল হয়ে
মিশে যাবো এক নদী জলের মাঝে
সুনীল সুদীর্ঘ আকাশ চেয়ে
তোমার চাঁদে ঘেরা কদমফুলের উঠোনে এসে
অপেক্ষা করবো শ্রী চরণের
তুমি অদৃশ্য হইও না,
তাহলে আমার উচ্ছাস বিফল হবে।

মনে আছে, আমি নদী হতে চেয়েছিলাম
জোয়ারে ফুলে ফেঁপে উঠা নদী
অথবা ক্ষিপ্র ঘোলাটে এক অচেনা নদী
হতে পারিনি তাই
আষাঢ় এলে আমি বিশুদ্ধ জল হতে চাই।

বর্ষার পবিত্র বৃষ্টি ফোটা জলে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা