স্বপন শর্মা'র ছড়া

 


অনেক ধন্যবাদ

স্বপন শর্মা

.

দিনে-রাতে বনে থাকে বসে না সে ধ্যানে

তবু সেই সব থেকে, বড় না কি জ্ঞানে!

পড়াশোনা নাই তার যায় না ইশকুলে

বেলা শেষে ঘোরা-ঘুরি শুধু নদী কূলে।


রাত হলে লোকালয়ে করে চলাফেরা

কোথায় হাঁস মুরগী, খোঁজে তার ডেরা?

ঠিকানা সে পায় যদি, তবে হবে ভোজ-

এই তার কাজকাম চলে রোজ রোজ।


পশুকুলে নাম ডাক, আছে বেশ খ্যাতি

বনে সকল পণ্ডিত- সবে তার জ্ঞাতি।

রাত শেষ হলে তিনি, ডাকে হুক্কাহুয়া

তার মানে পড়ালেখা, সব কিছু ভুয়া।


বলো দেখি সব থেকে বনে কে সে জ্ঞানি?

পারো যদি বলতে তো- থ্যাঙ্ক ইউ ম্যানি।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

তানকা/স্বপন শর্মা