❑
অরুন দাশ অপু'র একক কবিতা
❑
অরুন দাশ অপু'র একক কবিতা
❑নিস্তব্ধ রাত (৩৬৫)দিন
এই বাস্তবময় শহর অনেক নিস্তব্ধ রাতে,
অনেক না পাওয়ার হিসাব মেলাতে না পেরে
লাইট অফ করে শুয়ে পড়া আমি।
স্মৃতিরা মায়া খুঁজে থাকে অনবরত।
কবিতারা ছন্দ হারায়,
হারায় শব্দ সাথে আর কত কি!
তবু নিয়ত ঘূর্ণায়মান ফ্যানের মতো হা হা কার -
৩৬৫ দিনের এক একটি দিন, এক একটি রাত কাটে নীরবে।
শুধু নিস্তব্ধ রাত মাঝে মাঝে থমকে দাঁড়ায়
জীবনানন্দ, রবীঠাকুরের কবিতা নিয়ে
অথবা,
নিউজে পড়া বেকেটের রচনার অনুবাদ হাতে।
আর সে নিস্তব্ধ একদিন হারিয়ে যাবে বাস্তব মায়ার খুঁজে।
তারপর ও মিলবে না আর এই দেহ নিস্তব্ধ এই রাতে।
প্রেয়সী চলে যাওয়ার মতো ন্যাকা ন্যাকা ঘটনার সঙ্গে
মিশে যায় অনন্তের শূন্যতা।
পড়ে থাকে, কেবল ধূসর স্মৃতি আর অনাগত কৃষ্ণপক্ষের ভবিষ্যৎ আর নিস্তব্ধ সে রাতের আকুতি।
❑
বিলুপ্ত অতীতের অধ্যায়
কেমন যেনো বিলুপ্তের গন্ধ পাচ্ছি!
সব যেন বিলুপ্তের অবকাশে,
হারিয়ে গেল কাদামাখা রাস্তার খুনসুটি আমেজ!
হারিয়ে গেল লোডশেডিং এ হারিকেনের আলোতে জানালার পাশে বসে দেখা বাঁশ বাগানের ঝিনুক পোকার আলো!
এখন আর পালকিতে - ও বউ আসেনা কেও ধরেনা মায়ের আঁচল।
হারিয়ে গেল সে বটতলায় হেঁটে যাওয়া বন্ধুগণ।
তাই আম গাছেও ঢিল ছোড়া বন্ধ হয়ে গেল ।
হারিয়ে গেল বটতলার আমেজ মাখা খেলার মাঠ,জমানো আড্ডা....
এখন শুধু শহরের মাটিতে রং তুলিআকা সংস্কৃতি।
হারিয়ে গিয়েছে দাদুর হাতে হাত রেখে সন্ধা মাখা ভালোবাসা, পুকুর পাড়ে বসে চন্দ্র তারা পরিমাণে ভালোবাসা!
হারিয়ে গিয়েছে সে গরুর গাড়িতে ভ্রমণের পিপাসু।
হারিয়ে গেল সব সাঁঝের সন্ধ্যার উলুধ্বনি।