যুগের সাহিত্যের ছড়া ও কবিতা স্বপ্নের মতো দেশ সোমা মুৎসুদ্দী কোন সে দেশের বুকে বলো স্বপ্ন থাকে আঁকা প্রজাপতি উড়ে যেথায় ছড়িয়ে রঙিন পাখা। নদীর বুকে ঢেউয়ের খেলা উছলে পড়ে রোজ পাহাড় যেথা ফুল পাখিদের নিত্য রাখে খোঁজ। কোন দেশেতে সবুজ…
❑ শনিবার ❑ ০২ ডিসেম্বর ২০২৩ ইংরেজি ❑ ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ যুগের কবিতা ❑ বাবা তুমি কই! জিৎ মন্ডল আমার সমগ্র অস্তিত্ব জুড়ে একটাই ধ্বণি প্রতিধ্বনিত হয় বাবা, তুমি কই! আমার হৃদয়ের আঙিনায় একটাই ধ্বনি সুরভি বিলায় বাবা…